২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার তৃতীয় বার্ষিক সাধারণ সভা গত ১ নভেম্বর (শনিবার) বাংলাদেশ রেলওয়ে, কক্সবাজার আইকনিক স্টেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম এবং সভা পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মোরশেদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ-এর জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে, কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার (ইনচার্জ) মো. গোলাম রাব্বানী, জান আলী হাট স্টেশন মাস্টার (ইনচার্জ) মুহাম্মদ নেজাম উদ্দিন, ডিস্ট্রিক্ট–৩ গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, স্টেশন মাস্টার মেহেদী হাসান ও জয়নাল আবেদীন,ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, ইন্সপেক্টর (আরএনবি) আমিনুর রহমান প্রমুখ।
অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনএসডি এপেক্সিয়ান প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ, পিডিজি–০৩ এপেক্সিয়ান কামাল পাশা, এবং ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী।
সভায় বক্তব্য রাখেন এপেক্সিয়ান জসিম উদ্দিন, আইয়ুব আলী,জেলা -০৩ এর এডিটর মোহামমদ আবু সাঈদ তালুকদার খোকন, ডা. নুর খান, আবদুল্লাহ ফারুক রবি, কায়সারুল আলম, শফিকুল আলম বশর, এস. এম. হেনা, নাঈম উদ্দিন, হাবিবুর রহমান, আলী কদর জীবন, হারুনুর রশিদ, সিরাজ মিয়া ও নুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
> “এপেক্স বাংলাদেশ আজ মানবিক মানুষের সেবায় নিবেদিত একটি সংগঠন হিসেবে সারাদেশে পরিচিতি পেয়েছে। এপেক্স ক্লাব অব পটিয়া নতুন প্রজন্মের দায়িত্বশীল নেতৃত্বে পরিচালিত একটি সৃজনশীল ও সফল সংগঠন। তাদের চিন্তাধারা ও কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আমি তাদের আরও মানবিক সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত এপেক্সিয়ানবৃন্দ তাঁদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এপেক্সিয়ান মোঃ জসিম উদ্দিন-কে সভাপতি এবং এপেক্সিয়ান এস. এম. আবু হেনা-কে সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৬ সালের নতুন বোর্ড গঠন করা হয়।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন