২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডোমারে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি সহ জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
গতকাল সোমবার (১৩ই অক্টোবর) সকালে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালন সম্পর্কিত মতবিনিময় ও শিক্ষক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এজাবুল হোসেন শাহ।
এসময় ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. কাওছার আলম বকুল, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন রাজু, বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রইসুল আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, মটুকপুর স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়, কারেঙ্গাতলী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এসময় প্রতিষ্ঠানগুলোর সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।
শিক্ষকেরা জানান, মূল বেতনের ওপর বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত ও নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের নিশ্চয়তা এবং এমপিওবঞ্চিত শিক্ষক ও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে লাঠিচার্জ করে বেশ কয়েকজন শিক্ষককে আহত করে পুলিশ। ঢাকার এই ঘটনার প্রতিবাদে দোষী পুলিশ সদস্যদের শাস্তি ও শিক্ষক নিরাপত্তা জোরদারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন