২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দোহাজারীতে রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্মারক বৃক্ষ রোপণ।
বাংলাদেশ রেলওয়ে, দোহাজারী স্টেশন এ চট্টগ্রাম -দোহাজারী -কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার ৩০ আগসট এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে, দোহাজারী স্টেশন এর সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ আতিকুল ইসলাম , চট্টগ্রাম- দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি সাংবাদিক ফারুকুর রহমান বিনজু , সিনিয়র সভাপতি সৈয়দ মিয়া হাসান, সাধারণ সম্পাদক মোহামমাদ আবু সাঈদ তালুকদার খোকন, সদস্য মো.লিয়াকত আলী, আবুল ফজল,জুনায়েদ হোসেন,দোহাজারী স্টেশন এর কর্মচারীবৃন্দ এবং দোহাজারী স্টেশন এলাকার এক ঝাঁক উদীয়মান তরুণ প্রজন্ম।
এতে বক্তারা বলেন,বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পরিবেশ এবং জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছ বায়ু দূষণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত ঘটায়, কার্বন শোষণ করে, এবং ভূমির ক্ষয় রোধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই কর্মসূচির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে বৃক্ষরোপণ করা হলে, তা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে এবং একটি সবুজ ও সুস্থ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।
বৃক্ষরোপণ একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫% বনভূমি থাকা জরুরি, কিন্তু বাংলাদেশে এই হার ১৫%-এর কম। এই কর্মসূচি এই ঘাটতি পূরণে সহায়তা করে।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন