২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাটলাই নদীতে চাঁদাবাজি: সুয়েব মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
১(নবেম্বর শনিবার)২০২৫ খ্রিস্টাব্দ তারিখে একটি অনলাইন সংস্করণে পাটলাই নদীতে নাব্যচিহ্ন নামে চাঁদাবাজি: আক্তার–বকুল চক্রের ভয়াল দৌরাত্ম্য শিরোনামে প্রকাশিত মনগড়া ও বানোয়াট সংবাদে আমাকে জড়ানো হয়েছে,এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
এই প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।
আমি মোঃ সুয়েব মিয়া,অনলাইন পত্রিকাতে উল্লেখ করা হয়েছে। বকুল মিয়া, নিজেই চাঁদাবাজির কথা স্বীকার করে বলেন,আমরা টাকা তুলছি। কিন্তু এই টাকা আমরা একা খাই না—সুহেব মিয়া আমাদের কাছ থেকে ৫০–৬০ হাজার টাকা নিয়েছে আমরা সুহেব মিয়ার নির্দেশেই টাকা তুলি। শুক্রবার পর্যন্ত আমাদের সময় ছিল,তারপর টাকা তোলা বন্ধ করে দিয়েছি।
সেইম কথা স্বীকার করেন বকুলের সহকর্মী আক্তার হোসেন,উনি বলেন আমি দুই মাস আগেই টাকা তুলা বন্ধ করে দিছি। আমরা সুহেব মিয়ার নির্দেশে টাকা তুলেছি। উনিই আমাদের কাছ থেকে টাকা নিয়েছে।
প্রতিবাদে মো.সুয়েব মিয়া,জানান,আমি দৈনিক চলার জন্য যতটুকু অর্থ ও সম্পদ প্রয়োজন,সেটুকু সৎ পথে কষ্ট ও পরিশ্রম করে উপার্জন করছি। প্রতিবেদকের উল্লেখিত অনলাইন পোর্টালে যে সংবাদটি প্রকাশ করেছে,সেখানে আরও উল্লেখ করা হয়েছে,এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই সুহেব মিয়ার ছত্রছায়ায় এই চাঁদাবাজি চলছে। শ্রমিকদের ওপর নির্যাতন হলে আমরা নীরব থাকতে পারি না।
যেটা সম্পুর্ণ মিথ্যা যা সবগুলোই অসত্য ও ভিত্তিহীন। এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশে আমার নিজের ও ইউপি চেয়রাম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।এই উদ্দেশ্য প্রণোদিত,মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন