২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির ৩১ দফা : পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন বিএনপি’র মহাসমাবেশে জনতার ঢল
(বোয়ালখালী চট্টগ্রাম) বোয়ালখালীতে বিএনপির কতৃর্ক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পূর্ব গোমদন্ডী ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজিত মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার,র সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন ও যুবদলের আহবায়ক মোঃ লোকমান ও জিকু’র যৌথ সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহা সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ।
প্রধান বক্তা ছিলেন, দক্ষিণজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মো: আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সওকত আলম, বিশেষ অতিথি ছিলেন
মহানগর বিএনপির সদস্য সৈয়দ শিহাব উদ্দিন আলম, সদস্য জাফর আহমদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, জয়নাল আবেদীন সিকদার, পৌর বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী,
দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, মাহামুদুল হক মেম্বার, মজিবুত উল্লাহ মজু, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, এম এ করিম, মহিলা নেত্রী শাহেদা আকতার সেফু, বোয়ালখালী যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপি নেতা মোঃ রফিক, মোঃ খালেদ, কাস্তুরী হোটেল পরিচালক বিএনপি নেতা মোঃ লোকমান, ইয়াছিন আলী, ইসমাইল, মোঃ মোরশেদ, ইউনুচ, ইকবাল, ওসমান, জানে আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক সাত্তার, মোঃ ইউসুফ, পৌরসভা শ্রমিকদল আহবায়ক কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুল হক, তরুণ দল নেতা মোঃ ইসমাইল, কবির, এরশাদ, তালেব, দিদার, পৌরসভা শ্রমিক নেতা এসকান্দর, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্র দলের সংগঠক সম্রাট, জিহান প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য বলেন পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন বিএনপি আয়োজিত মহাসমাবেশে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “আজকে এই জনসমুদ্র প্রমাণ করে, পূর্ব গোমদণ্ডীর মাটি বিএনপির ঘাঁটি। আপনারা স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে একাট্টা হয়ে দাঁড়িয়েছেন।”
তিনি আরও বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক এজেন্ডা নয়, এটি বাংলাদেশের আপামর জনতার মুক্তির সনদ। এই ৩১ দফার মধ্যে নিহিত আছে আপনাদের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন।”
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন