২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (স:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন
পূর্ব গোমদন্ডী নবী সওদাগরের বাড়ী ইসলামী সুন্নী যুব সংগঠনের ১৭ তম মাহফিল অনুষ্ঠিত
বোয়ালখালী, চট্টগ্রাম: ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (স:) এবং ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী নবী সওদাগরের বাড়ী ইসলামী সুন্নী যুব সংগঠনের উদ্যোগে ১৭ তম মাহফিল গত শনিবার (১লা নভেম্বর) বাদে এশা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব গোমদন্ডী নবী সওদাগরের বাড়ী মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে শত শত ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে।
সংগঠনের সভাপতি সদ্দার মুহাম্মদ নবী হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠক মোহাম্মদ মানিকের প্রাণবন্ত পরিচালনায় মাহফিলটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাছান রেজা আল-ক্বাদেরী। তিনি তাঁর বক্তব্যে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স:) এর গুরুত্ব ও তাৎপর্য এবং ফাতেহায়ে ইয়াজদাহুমের ফজিলত বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ লোকমান হাকিম হেলালী, যিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
এছাড়া, বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন যথাক্রমে মুফতি সৈয়দ মুহাম্মদ ফোরকান উদ্দিন রব্বানী এবং মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন। তাদের জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত মুসল্লিদের দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ করে তোলে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলী হোসেন, নবী হোসেন, মোহাম্মদ মুসা, ইমরান, আতিকুল ইসলাম, শাহজাহান, মুবিন, রাশেদ, আজগর, মোরশেদ, দেলোয়ার, জসিম, জুয়েল, মোজাম্মেল, রিয়াদ, নাছের, সাজ্জাদ, মিয়া, রুবেল, জামাল, আক্কাস, রোকন, কামরুল, ইসহাক, মন্নান, সেলিম, জাহাঙ্গীর, জাহেদ, খোকন, রায়হান, ইমন, সাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী সুন্নী যুব সংগঠনের সদস্যরা।
মাহফিলের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এই ধরনের ধর্মীয় আয়োজন সমাজের নৈতিক পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত বক্তারা অভিমত প্রকাশ করেন।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন