২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জনসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ভর্তি এরশাদ উল্লাহ
বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা: সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি।
(বোয়ালখালী -চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগর বিএনপির সফল আহ্বায়ক ও ৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বোয়ালখালীতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জনসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আলহাজ্ব এরশাদ উল্লাহ বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
বুধবার ৫ নভেম্বর বোয়ালখালীতে অনুষ্ঠিত এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এম জসিম উদ্দিন (মেম্বার) নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী বিএনপি নেতা মুহাম্মদ মুসলিম মিয়া, বোয়ালখালী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বাবর, সারোয়াতলী বিএনপি নেতা মোহাম্মদ হামিদ, বোয়ালখালী মৎসজীবী দলের আহ্বায়ক আরিফ, যুগ্ম আহ্বায়ক মনছুর চৌধুরী, সারোয়াতলী শ্রমিক দল নেতা মোহাম্মদ নাছির, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, কানুনগোপাড়া কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল, সারোয়াতলী বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ, সারোয়াতলী বিএনপি নেতা মোহাম্মদ ইসকান্দার চৌধুরী, মোহাম্মদ শাহাদাত, সারোয়াতলী যুবদল নেতা মোহাম্মদ হাসান উর রহমান, সারোয়াতলী বিএনপি নেতা কামাল উদ্দীন, যুবদল নেতা মোহাম্মদ কামাল, কানুনগো পাড়া স্যার আশুতোষ কলেজের ছাত্রদল নেতা মহিউদ্দিন, মোহাম্মদ আসিফ রুবেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, আলহাজ্ব এরশাদ উল্লাহর উপর হামলা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির উপর সরাসরি আঘাত। একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন অপতৎপরতা চালানোর সাহস না পায়। তারা আরও বলেন, এই হামলা বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমাতে পারবে না। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।
বিক্ষোভ মিছিলটি বোয়ালখালী কানুনগো পাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রতিবাদ সভায় বক্তারা আলহাজ্ব এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেন।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন