২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে ১০০ লিটার মদ ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক গ্রেফতার
বোয়ালখালী চট্টগ্রাম , শুক্রবার ১৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় মদ, ০৭টি দেশীয় অস্ত্র, নগদ ৯৪ হাজার ১০০ টাকা এবং ০৪টি মোবাইল ফোনসহ মোঃ ফারুক (২৯) নামে এক মদ ব্যবসায়ী ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৯৪৩১ মেজর মোঃ রাসেল প্রধানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফারুককে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মৃত মুন্সী মিয়ার পুত্র ফারুক ঘোষখীল গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ধৃত ফারুক দীর্ঘদিন ধরে আমুচিয়া ইউনিয়ন এলাকায় মদ বিক্রি করে আসছিল। তার এই অবৈধ কর্মকাণ্ডের ফলে এলাকার যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছিল।
অভিযান শেষে জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃত ফারুককে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন