২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরে অগ্নিসংযোগ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক
(বোয়ালখালী চট্টগ্রাম) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়নে অবস্থিত “জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দির”-এ আজ ভোররাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দুষ্কৃতকারীরা মন্দিরের বোধি বৃক্ষের কাপড় এবং বুদ্ধমূর্তির চীবর (পোশাক) খুলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় মোঃ রহিম (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার ৭ অক্টোবর আনুমানিক ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়াও, বোয়ালখালী থানার উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি, বোয়ালখালী থানা তাদের দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেজর রাসেল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এবং স্থানীয় লোকজন ও নিকটস্থ বাজারের প্রহরীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, মো: রহিম নামে একজন মানসিক ভারসাম্যহীন স্থানীয় ব্যক্তিকে আনুমানিক রাত ৪টার দিকে নিকটস্থ বাজারের আশেপাশে ঘোরাফেরা ও পাগলামি করতে দেখা গেছে।
পরবর্তীতে, সেনাবাহিনীর পেট্রোল টিম স্থানীয় দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাসান চৌধুরী এবং প্রাক্তন চেয়ারম্যান মো: আজিজুল হকের সহায়তায় সন্দেহভাজন ব্যক্তি মো: রহিমকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো: রহিম তার অপরাধের কথা এবং মন্দিরে অগ্নিসংযোগের কথা স্বীকার করেন। তবে তিনি তার এই অপকর্মের কোনো যুক্তিযুক্ত কারণ জানাতে পারেননি।
ঘটনার সঠিক তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আটককৃত আসামী মোঃ রহিমকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ এই বিষয়ে আরও তদন্ত শুরু করেছে।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন