২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালী পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত: উন্নয়ন ও নাগরিক সেবায় জোর
(বোয়ালখালী, চটগ্র্ম)২৮ অক্টোবর: বোয়ালখালী পৌরসভার মাসিক সভা সকাল ১১টায় পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবা উন্নতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী রনি সাহা, সমাজসেবা অফিসার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ পৌর কর্মকর্তাবৃন্দ।
সভায় পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে সড়ক সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ নিয়ে আলোচনা হয়। প্রশাসক কানিজ ফাতেমা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জনাব কানিজ ফাতেমা বলেন, “বোয়ালখালী পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এবং পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”
এই সভার মাধ্যমে বোয়ালখালী পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন