২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিমরুলের বাসা নিয়ে আতঙ্ক, অবশেষে নিধন অভিযান সফল
বোয়ালখালীতে -গত বেশ কিছুদিন ধরে বোয়ালখালী
পৌরসভা ৬নং ওয়ার্ডেনর একটি এলাকার বাসিন্দারা ভিমরুলের উপদ্রব নিয়ে চরম আতঙ্কে ছিলেন। অবশেষে স্থানীদের উদ্যোগে এবং এলাকাবাসীর সহায়তায় একটি বিশেষ নিধন অভিযান চালিয়ে এই ভিমরুলের বাসা সফলভাবে অপসারণ করা হয়েছে।
সরজমিনে বাড়ি পাশে একটি বড় গাছে একটি বিশালাকার ভিমরুলের বাসা তৈরি হয়েছিল। এই বাসা থেকে ভিমরুল প্রতিনিয়ত লোকালয়ে প্রবেশ করে পথচারী ও বাড়ির লোকজনকে কামডানোর আতঙ্কে ছিল ।
এলাকার বাসীর সহযোগিতায় এই সফল অভিযানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাড়ির মালিক রাসেল।
তিনি বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের আতঙ্ক আজ দূর হলো। তিনি আরো বলেন, আশা করি, ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ নেবে এলাকা বাসী।”
ভিমরুলের বাসা অপসারণের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিশুরা আবারও নিরাপদে খেলাধুলা করতে পারবে বলে আশা করছেন অভিভাবকরা।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন