২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রবীণ শিক্ষক মানস কান্তি দাশের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা।
(বোয়ালখালী-চট্টগ্রাম) বোয়ালখালীতে ৪ নভেম্বর , মঙ্গলবার: এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক বাবু মানস কান্তি দাশ মহোদয়কে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ মানস কান্তি দাশ তাঁর কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সুদক্ষ পাঠদান, স্নেহময় আচরণ এবং চারিত্রিক গুণাবলী তাঁকে সকলের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।
বিদায় অনুষ্ঠানে বক্তারা মানস কান্তি দাশের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “মানস স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের সকলের পথপ্রদর্শক ও অভিভাবক। তাঁর অভাব পূরণ হওয়ার নয়।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে মানস স্যারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
নিজের বিদায়বেলায় মানস কান্তি দাশ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। এই প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসা চিরন্তন। শিক্ষকতা জীবন আমার কাছে শুধু একটি পেশা ছিল না, এটি ছিল আমার ধ্যান ও জ্ঞান। সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই।”
অনুষ্ঠানের এক ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সবশেষে, বিদ্যালয়ের পক্ষ থেকে মানস কান্তি দাশকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এই বিদায় অনুষ্ঠান একদিকে যেমন ছিল আনন্দঘন, তেমনি ছিল বিষাদের ছায়া। শিক্ষক মানস কান্তি দাশের বিদায় নিঃসন্দেহে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন