চট্টগ্রামের কর্ণফুলিতে ২টি বসতঘর আগুনে পুড়ে গেছে।রবিবার রাত ২টার সময় উপজেলার সমিরপুর শাহআমিপুর মাজার পাড়া এলাকায় ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুটি বসতঘর সম্পূর্ন পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন কামরুন নাহার ও রুস্তম আলী।
রাতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। একে একে ২টি ঘর পুড়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন এগিয়ে এলেও ঘরগুলো রক্ষা করা যায়নি। ঘরের বাসিন্দাদের ঘরের দরজা ভেঙ্গে কোন রকম বের করেন।
আগুনে ব্যাংকের কাগজ পত্র ও জায়গা জমির দলিল পুড়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে এলাকা বাসি।
বিজ্ঞান বিভাগে দশম শ্রেণীর ছাত্রীর বইখাতা সহ, আরো তিনজন শিক্ষার্থীর বই খাতা পুড়ে ছাই হয়ে যায়। গায়ে দেয়া কাপড়টি ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারেনি দি পরিবার, তারা ধনাঢ্য ব্যক্তি এবং জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।