২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচনে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে প্রচারণার সময় ‘টেলিফোন’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমিকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে সতর্ক সহ তার দুই কর্মীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ঠা মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী সুমির দুই কর্মীর মোটরসাইকেল আটক করে জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।
জরিমানা প্রদানকৃতরা হলেন, উপজেলার চিলাহাটি এলাকার সিরাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান ও ফজলে রহমানের পুত্র মিল্লাত হোসেন।
জানা গেছে, শনিবার সকালে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে চিলাহাটি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমি। দুপুরে মোটরসাইকেল বহরটি ডোমার শহরে প্রবেশ করলে তীব্র যানজট শুরু হয়। বিকাল সাড়ে ৩টার দিকে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় ডোমার থানা পুলিশের সহায়তায় মোটরসাইকেল বহর আটক করে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় প্রার্থী সুমিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করে দুইটি মোটরসাইকেল চালককে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।
Comments are closed.
এই ধরনের আরো সংবাদসম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন