২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
পটিয়া প্রতিনিধি:-পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে সংঘবদ্ধ চোর বসত বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।
রবিবার (২৬ মে) দিবাগত রাতে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাহাদাবাদ বিওসি রোডস্থ ভাঙ্গাপুল সংলগ্ন এলাকায় আলী আহমেদের ছেলে ব্যাংক কর্মকর্তা ও পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান এর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় রবিবার বিকেলে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান ।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টা হতে ৩ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাতনামা কে বা কারা বসতগৃহের দক্ষিণ পাশে রান্নাঘরের জানালার লোহার গ্রিল কেটে চোরের দল ঘরে অনুপ্রবেশ করে বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। চোরের দল বাড়িতে থাকা সাড়ে ৪ ভরি ৩ আনা স্বর্ণালংকার, ১,২৫,০০০ নগদ টাকা, মূল্যবান কাপড়-চোপড়, কিছু তামার জিনিসসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্তা সৈয়দ মিয়া হাসান জানিয়েছেন- তিনি চট্টগ্রাম শহরে ছিলেন। এছাড়া মা সাজেদা বেগম অসুস্থ এক আত্মীয়কে দেখার জন্য ঘরে তালা দিয়ে পৈত্রিক বাড়িতে গিয়েছিলেন। এ সুযোগে চোরের দল পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা সংগঠিত করেছে।
সৈয়দ মিয়া হাসান আরও জানান- চোরের দল বাড়ির সব কিছুই লুট করে নিয়েছে। এতে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ চুরির ঘটনায় স্থানীয় বখাটে, সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বিভিন্ন বাড়িতে একের পর এক চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। এ কারণে এলাকার লোকজন আতংকে রয়েছেন।
রবিবার ঘটনাস্থলে যান পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন- চোরের দল ওই বাড়ি থেকে বেশ কিছু মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় কারো সম্পৃক্ততার বিষয়ে জানা গেলে তথ্য দেওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।
Comments are closed.
এই ধরনের আরো সংবাদসম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন