২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বোয়ালখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে বোয়ালখালীতে ভোট গ্রহনের কথা রয়েছে। পূর্ব নির্ধারিত সময়মত আজ সোমবার ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময়। সকালে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ৭ চেয়ারম্যান প্রার্থী, ৫ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বণ্টন করেন রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রামানিক। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম (দোয়াত কলম) উপজেলা আওয়ামীলীগ সভাপতি ,নুরুল আমিন চৌধুরী (মোটর সাইকেল), জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য – ষ্ট্যাণ্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান জাহেদুল হক (হেলিকপ্টার), বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম (কাপ-পিরিচ), মোহাম্মদ শফিউল আলম (ঘোড়া), বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম নুরুল ইসলাম (টেলিফোন) ও মো. শফিক (আনারস ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল), মোহাম্মদ রিদওয়ানুল হক (চশমা), মোহাম্মদ সেলিম উদ্দীন (তালা), শফিকুল আলম (টাইপ রাইটার) ও সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ)।মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম (প্রজাপতি), মর্জিনা বেগম (কলসি) ও মোছাম্মৎ উম্মে সালমা পেয়েছেন ফুটবল প্রতীক। তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানিয়েন নির্বাচন কমিশন।
Comments are closed.
এই ধরনের আরো সংবাদসম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন