২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বোয়ালখালীতে অপহৃত শিশুকে ৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলে
বোয়ালখালীতে অপহৃত শিশু আফরান নূর আবির (৮) ছাড়া পেয়েছে ৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে সুস্থ অবস্থায় আবিরকে নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার পিতা।
মাদ্রাসা শিক্ষার্থী আবির উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে। ২ ভাই ও ২ বোনের মধ্যে আবির সকলের ছোট।
নুরুল আজিম সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে আবিরকে সিএনজিচালিত ট্যাক্সিতে করে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে যায়। বিভিন্ন জায়গা খোঁজ নিয়েও আবিরের সন্ধান না পেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করি। এর একপর্যায়ে ওই চক্রের সদস্যরা মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দেওয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে তা পরিশোধ করার পর বুধবার দুপুরে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় আবিরকে ছেড়ে দেয়। সেখান থেকে আমরা গিয়ে উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় জড়িতদের বিষয়ে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন