বোয়ালখালীতে মদ-গাঁজাসহ আটক ৪ জন
বোয়ালখালীতে চোলাই মদ, গাঁজা ও নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে বোয়ালখালী থানায় হস্তান্তর করলে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন, পৌরসভার পূর্ব গোমদণ্ডীর মৃত নূর মোহাম্মদের ছেলে মো.শাহজাহান (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে শেখ আহমদ (৫১), মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২) এবং মৃত নুরুল হকের ছেলে খোরশেদ আলম (৪২)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, ৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৪৬ হাজার ৯০৭ টাকা জব্দ করা হয়েছে।