৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বোয়ালখালীতে মানসিক পুত্রের হাতে ক্ষত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল পিতার।
নিজস্ব প্রতিনিধি:-বোয়ালখালীতে মানসিক পুত্রের হাতে ক্ষত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল পিতার। পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
মৃত আজিজুল হকের (৬৬) বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায়। এ ঘটনায় পুলিশ তার ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে (২২) গ্রেফতার করেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, শুক্রবার (৪ এপ্রিল) নিজ বাড়িতে বছর চারেক ধরে মানসিক রোগী সাজ্জাদের কাঁচির আঘাতে গুরুতর আহত হন পিতা আজিজুল হক। এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ বাড়িতে সাজ্জাদকে গ্রেফতার করে।
স্থানীয়রা বলেন, সাজ্জাদ কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে তাঁকে মানসিক চিকিৎসা চালায়। ঠিক কি কারণে বাবাকে আঘাত করেছে বলে জানা যায়।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন