৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদের ব্যাংক হিসাবে জমা হলো প্রায় ৫ লাখ টাকা।
নিজস্ব সংবাদদাতা : বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সের টাকা গণনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) দিনভর মসজিদের দানবাক্সের টাকা গণনা করে এবার পাওয়া গেছে ৫ লাখ টাকা। গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাবে তা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদের মতোওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।
তিনি বলেন, প্রতি তিন মাস পরপর এলাকার মুসল্লী, গণমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয় এবার প্রায় পাঁচ লক্ষ টাকাদিক পাওয়া যায়। গণনা শেষে তা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।
টাকা গণনাকালে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোত্তালিব,মুয়াজ্জিন মাওলানা এয়াকুব আলী, আনোয়ার হোসাইন, মো. ইব্রাহীম চৌধুরী, মুহাম্মদ আছফিকুল আলম চৌধুরী, মো.লোকমান, মিয়া আলম,
বোয়ালখালী থানার এএস.আই মো.জামাল উদ্দিন, পুলিশ সদস্য মো. লিয়াকত, মো. শরীফুল হক, মুসল্লী নুর মোহাম্মদ ম্যানেজার, এজাহার মিয়া, মো.বাদশা, নুরুল আমিন, আবুল হোসেন, আশরাফ আলী, ফরিদুল আলম, সুলতান আহমদ, ওমর আজম, নুর বক্স, মো.ফরহাদ, শাহ আলম, আবদুল হাকিম, মো. আশরাফুল, সাইদুল ইসলাম ও শাহ আলম বালি উপস্থিত ছিলেন।
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন