২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
তাসাউফের আলোকে মাহে রমাদ্বানুল করীমের গুরুত্ব তাৎপর্য শির্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
১৮ রমজান ১৯ মার্চ বুধবার বোয়ালখালী গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্ট,আন্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র-যুব পরিষদ বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রধান মেহমান-এ মোকাররম হিসেবে উপস্থিত ছিলেন।পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরে তরিকত, আলহাজ্ব মুফতিশাহসূফি শেখ সৈয়্যদ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী(মাঃ জিঃ আঃ) শাহজাদা সুলতানপুরী হযরতআনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী বোয়ালখালী শাখার সভাপতি আবুল হাসেম মতি মেম্বার এর সভাপতিত্বে বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজী আ ন ম মোজাম্মেল বাবুলের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সহ-সভাপতি জসীমউদ্দীন,
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নুরু
কেন্দ্রী কমিটির সভাপতি আবু তৈয়ব,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইসলাম কাজী আয়েশা ফারজানা,শাহ আলম বাবলু,বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের পরিচালক আবু তালেব,
বোয়ালখালী শাখার উপদেষ্টা কামাল উদ্দিন, শফিউল আলম খায়েরি, কাজী আ ন ম ওয়াহিদ খায়েরী, সুফি মুহাম্মদ ইসমাইল ফকির,মোহাম্মদ আরেস মিয়া, হাফেজ মাওলানা মোঃ ফারুক আল কাদেরী,মোহাম্মদ সেলিম বালি, মোঃ মনজুরুল আলম,মোহাম্মদ ইসমাইল, শাহজাহান কন্ডাক্টর, সহ অনেকেই
সম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন