২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বোয়ালখালী প্রতিনিধি:- জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উপলক্ষে বোয়ালখালী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে পূর্ণচন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মুজিবুর রহমান ফারুকী শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুস ছোবাহান ভূঁঞা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জনাব ফারুকী স্কাউটসে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ স্কাউটস তাঁকে ২০০১ সালে ন্যাশনাল সার্ভিস এ্যাওয়ার্ড, ২০০৭ সালে মেডেল অব মেরিট,২০১২ সালে বার টু দ্যা মেডেল অব মেরিট, ২০১৭ সালে সিএনসি এ্যাওয়ার্ড, ২০১৮ সালে সভাপতি এ্যাওয়ার্ড, ২০২০ সালে লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করেন। তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার ও বর্তমানে চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে
যাচ্ছেন। শিক্ষকতা ও স্কাউটিং এর পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত গুনি এ স্কাউটার। অপরদিকে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক জনাব ছোবাহান শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় ইতিমধ্যে গ্রামীণ ফোন বেস্ট টিচার এ্যাওয়ার্ড , বিএসবি ফাউন্ডেশন বেস্ট টিচার এ্যাওয়ার্ড ও চট্টগ্রাম ডিভিশনাল বেস্ট টিচার এ্যাওয়ার্ড অর্জন করেছেন।
তাঁদের এ সাফল্যে বোয়ালখালী শিক্ষক সমিতি সহ বিভিন্ন মহল অভিনন্দন জানিযেছেন।
Comments are closed.
এই ধরনের আরো সংবাদসম্পাদক মোহাম্মদ মনজুর আলম
বার্তা সম্পাদক ও প্রকাশক
মোঃ শাহ আলম বাবলু
নির্বাহী সম্পাদক শাহিনুর কিবরিয়া রুবেল
প্রধান কার্যালয়ঃ
ঘাট ফরহাদ বেগ কুয়ার পাড় আন্দরকিল্লা, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ঃ
গোমদন্ডী মসজিদ মার্কেট দ্বিতীয় তলা বোয়ালখালী পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইলঃ 01819065388/01709425355
ইমেইলঃ svnewsbd@gmail.com
soparnavideo@gmail.com
কমেন্ট করুন